৪.১২ ph ও ph scale

এসিডের বিয়োজন ধ্রুবকের মান বেশি হলে দ্রবণে-

  1. H+ এর ঘনমাত্রা বেশী হয়

  2. এসিডের দ্রবণটি অধিক শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে

  3. দ্রবণের pOH বেশী হয়

নিচের কোনটি সঠিক?

কবীর স্যার,কবীর স্যার

এসিডের বিয়োজন ধ্রুবকের মান বেশি হলে দ্রবণে- H+ এর বিয়োজন বৃদ্ধি পায় এবং এর ঘনমাত্রা বেশী হয়।

বিয়োজন বেশি হওয়ার কারণে এসিডের দ্রবণটি অধিক শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে।

H+ ঘনমাত্রা বেশি হলে দ্রবণের pH কমে যায় এবং পিএইচ কমে গেলে দ্রবণের pOH বেশী হয়।

৪.১২ ph ও ph scale টপিকের ওপরে পরীক্ষা দাও