ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রুপান্তর এবং পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল

ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রতিসরণে সাহায্য করে?

MB 23

ক্রিস্টালাইন কোণ (Crystalline cone) : এটি কোণ কোষে পরিবেষ্টিত এবং এগুলোর মধ্যবর্তীস্থানে অবস্থিত একটি স্বচ্ছ, মোচাকৃতি অঙ্গ। কোণ কোষ থেকে নিঃসৃত পদার্থে ক্রিস্টালাইন কোণ গঠিত হয়। এটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে।

ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রুপান্তর এবং পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

পঙ্গপাল নামধারী পতঙ্গটির দর্শন ইন্দ্রীয় হলো পুঞ্জাক্ষি। উজ্জ্বল আলোতে প্রাণীটি শুধুমাত্র উল্লম্ব আলোক রশ্মির মাধ্যমে দর্শন সম্পন্ন করে। মৃদু আলোতে প্রাণীটি দর্শন প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লম্ব ও তীর্যক দুই ধরনের আলোক রশ্মিই ব্যবহার করে।

ঘাসফড়িং-এর দর্শন ইন্দ্রিয় হলো পুঞ্জাক্ষী। এই অঙ্গের মাধ্যমে উক্ত প্রাণীটি উজ্জ্বল ও মৃদু আলোতে বস্তুর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠন করে। আবার জন্ম-বৃত্তান্তের ক্ষেত্রে লক্ষ করা যায় যে, উহা বার বার খোলস মোচনের মাধ্যমে পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয়।

'X' একটি বিশেষ ধরনের ক্ষতিকর পতঙ্গ। এর আলোক সংবেদী অঙ্গ বৃক্কাকার ও মাথার পৃষ্ঠদেশের দু'পাশে অবস্থিত।