ওয়েবসাইটের কাঠামো ও বিস্তারিত
ওয়েবসাইট পাবলিশিং-এ গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে-
i. ডোমেন নেইম রেজিস্ট্রেশন করা
ii. ওয়েব পেজ ডিজাইন করা
iii. ওয়েবসাইট হোস্টিং করা
নিচের কোনটি সঠিক?
ওয়েবসাইট পাবলিশিং-এর প্রক্রিয়ায় উল্লেখিত তিনটি পদক্ষেপই প্রয়োজনীয়। প্রথমে ডোমেন নেইম রেজিস্ট্রেশন করতে হয়, তারপর ওয়েব পেজ ডিজাইন করতে হয়, এবং সবশেষে ওয়েবসাইট হোস্টিং করতে হয়।
IP address কে প্রকাশের জন্য মোট কতটি অকটেট প্রয়োজন?
সে আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েবপেইজ তৈরির জন্য পেই শিক্ষার্থীদের নিচের চিত্রের মতো ওয়েবপেইজ কাঠামোর পরামর্শ দিলেন। শিক্ষার্থীদের মধ্যে অহনা চিত্র-১ এবং অরিত্র চিত্র-২ নং কাঠামো বেছে নিয়ে ওয়েবপেইজ তৈরি করল ।
হাবিব একটি ওয়েবসাইট তৈরি করল যার হোমপেজের সাথে ৩টি মূল ওয়েবপেজ সংযুক্ত। আবার প্রতিটি মূল পেজের সাথে ২টি করে ওয়েবপেজ সংযুক্ত। ওয়েবসাইটটির হোমপেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত।
www.board.edu.bd ওয়েব সাইটের মাধ্যমে ICT নম্বর দেখতে হলে "borad" এর উপর ক্লিক করতে হবে।