ভাস্কুলার বান্ডল
কচুর মূলের ভাস্কুলার বান্ডল কি ধরণের?
অরীয় (Radial) : যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল-এর সংখ্যা সাধারণত
পাঁচ এর কম থাকে (২–৪) কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত ছয়-এর অধিক।