কৈশিকতা ও স্পর্শ কোণ
কঠিনের ঘনত্ব ρs, তরলের ঘনত্ব ρL এবং স্পর্শ কোন θ হলে
কোনটি সঠিক?
স্পর্শ কোণ 90° অপেক্ষা কম হলে সূক্ষ্ম স্পর্শ কোণ হবে। যে সব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা কম সে
সব তরল সাধারণত কঠিনকে ভিজায়। এসব ক্ষেত্রে স্পর্শ কোণ সূক্ষ্ম কোণ হবে। যেমন পানির ঘনত্ব কাচের ঘনত্ব অপেক্ষা কম। পানি কাচকে ভিজায়। এক্ষেত্রে স্পর্শ কোণ সূক্ষ্মকোণ হবে। সাধারণ পানি এবং কাচের ভিতরকার স্পর্শ কোণ প্রায় ৪°। বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচের ভিতরকার স্পর্শ কোণ প্রায় শূন্য এবং রূপা ও পানির ভিতরকার স্পর্শ কোণ প্রায় 90°।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
0.2 mm ব্যাসার্ধের একটি কৈশিক নলকে প্রথম ও দ্বিতীয় তরলে ডুবালে যথাক্রমে 4° এবং 140° স্পর্শকোণ তৈরি হয়। প্রথম ও দ্বিতীয় তরলের পৃষ্ঠটান যথাক্রমে এবং ।
চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চিত্র-০১ : নলের ব্যাস এবং কাচনল ও পানির স্পর্শ কোণ । আয়তার বক্সটি পানি দ্বারা পূর্ণ।
চিত্র-০২ : ব্যাসার্ধের টি ছোট ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত হয়।
স্পর্শ কোণ নির্ভর করে -
কঠিন ও তরলের প্রকৃতির ওপর
তরলের উচ্চতার ওপর
কঠিন ও তরলের বিশুদ্ধতার ওপর
নিচের কোনটি সঠিক?
নিচের কোন ঘনত্বের তরলের মধ্যে কাচনল ডুবানো হলে স্থূল স্পর্শ কোন হবে?