১.৩ গ্যাসীয় অবস্থা ও গঠনের বৈশিষ্ট্য

কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

CUET 09-10,RU A 19-20(G:2)

সাধারণত কোন বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা কমিয়ে 4° সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং 4° থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে। পানির এ ধর্মের জন্যই বরফ পানিতে ভাসে।

১.৩ গ্যাসীয় অবস্থা ও গঠনের বৈশিষ্ট্য টপিকের ওপরে পরীক্ষা দাও