কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ধারনা

কত সালে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দেন?

প্রামাণিক স্যার

ম্যাক্স প্ল্যাঙ্ক (Max Planck, 1858–1947) : বিজ্ঞানী প্ল্যাঙ্ক ছিলেন জার্মানির প্রখ্যাত পদার্থবিদ। 1900 খ্রিস্টাব্দে তিনি তেজকণাবাদ (Quantum theory) আবিষ্কার করেন। এই আবিষ্কারের মাধ্যমে পদার্থবিজ্ঞানে বিপ্লব সূচিত হয়।

কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ধারনা টপিকের ওপরে পরীক্ষা দাও