পদ প্রকরণ
‘কবেকার কথা' এখানে 'কবেকার' বিশেষণটি—
এবং' কোন পদের শব্দ?
(ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো: একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে- দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই- এজন্য হুঁকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না।
ভালো' কোন বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে?
শৈলী এখনই পড়তে বসবে- এখানে 'এখনই' হচ্ছে-