সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ

কম্পিউটার প্রসেসর কোন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন হিসাব করে?

আমরা তো দৈনন্দিন জীবনে নানা হিসাব- নিকাশের জন্য দশভিত্তিক (decimal) সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। কিন্তু কম্পিউটার ব্যবহার করে দুইভিত্তিক বা বাইনারি (binary) সংখ্যা পদ্ধতি। দশভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে মোট দশটি অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর বাইনারিতে দুটি, ০ আর 1।

সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও