উচ্চস্তরের ভাষা
কম্পিউটার সরাসরি বুঝতে পারে এমন একটি প্রোগ্রামিং ভাষা ব্যভহার করে লিমন একটি প্রোগ্রাম লিখল। মোসাদ্দেক আরেকটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করল যেটি কম্পিউটারের বোঝার জন্য অনুবাদের প্রয়োজন হয়।
প্রোগ্রামিং কী ?
“প্রোগ্রামিং ভাষা নেমোনিক কোড ব্যবহার করে”- ব্যাখ্যা করো।
অনুবাদে ব্যবহৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার বর্ণনা করো।
উদ্দীপকে উল্লিখিত লিমন এবং মোসাদ্দেক যে ভাষা ব্যবহার করেছে তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উচ্চস্তরের ভাষার সুবিধা হলো-
i. ভুল হবার সম্ভাবনা বেশি
ii. প্রোগ্রামটি যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যাবে
iii. প্রোগ্রাম আকারে অপেক্ষাকৃত ছোট
নিচের কোনটি সঠিক?
চতুর্থ প্রজন্মের ভাষা-
i. খুব উচ্চ স্তরের ভাষা
ii. মধ্য স্তরের ভাষা
iii. নিম্ন স্তরের ভাষা
হাই লেভেল ভাষাকে কত ভাগে ভাগ করা যায়?