ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র
করিম মিয়া তার জমিতে কলা চাষের পাশাপাশি ভুট্টারও চাষ করলেন যদিও উদ্ভিদ দুটিতে কার্বন বিজারণের গতিপথ ভিন্ন।
প্রোটন পাম্প কী?
লিমিটিং ফ্যাক্টর বলতে কী বোঝ ?
উদ্দীপকে উল্লিখিত ১ম উদ্ভিদে সংঘটিত কার্বন বিজারণের চক্রাকার গতিপথটি দেখাও।
উদ্দীপকের উদ্ভিদ দুটি একবীজপত্রী হলেও কার্বন বিজারণের গতিপথ ভিন্ন- বিশ্লেষণ কর।
ধান, কলা, ভুট্টা ও ইক্ষু একবীজপত্রী উদ্ভিদ হলেও শেষোক্ত উদ্ভিদ্বয়ের কার্বন ডাই-অক্সাইড (CO₂) বিজারণের গতিপথ প্রথম দুটি উদ্ভিদ থেকে ভিন্নতর ও উন্নত।
গ্রুপ-P
গ্রুপ-M
C-3 চক্র
ডাইকার্বক্সাইলিক চক্র
হ্যাচ ও স্ন্যাক চক্রের স্থায়ী পদার্থ কোনটি?
কোনটি ডাইকার্বোক্সিলিক চক্র?