৫.৫ সাসপেনশন, কোয়াগুলেশন

কলয়েড দ্রবণ হতে কণার কোয়াগুলেশন হয়, যখন-

i. তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ বেশি থাকে
ii. কলয়েড কণার আধান তড়িৎ বিশ্লেষ্য কণার বিপরীত আধান দ্বারা প্রশমিত হয়।
iii. কলয়েড কণা ও বিস্তার মাধ্যম পরস্পর দূরে সরে যায়

নিচের কোনটি সঠিক?

KUET 17-18

কোয়াগুলেশন প্রক্রিয়ার ব্যাখ্যা হলো:

(১) কলয়েড কণাগুলো সূক্ষ্ম অবস্থার কারণে বিস্তারণ মাধ্যমে আন্তঃকণা বল যেমন আয়ন-ডাইপোল বল দ্বারা সৃস্থিত থাকে। সলজাতীয় ধাতব অথবা অধাতব ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জযুক্ত কলয়েড কণাগুলো পরস্পর বিকর্ষণ করে নির্দিষ্ট ব্যবধানে থাকে।

(২) কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের সংস্পর্শে বিপরীত চার্জযুক্ত আয়ন কলয়েড কণাগুলোর চার্জ হ্রাস করে দেয়। তখন কলয়েড কণাগুলোর মধ্যস্থ বিকর্ষণ বল সুস্থিত থাকে না, কণাগুলো জমাট বাঁধে, আকারে বড় হয়। তখন কোয়াগুলেশন ঘটে।

৫.৫ সাসপেনশন, কোয়াগুলেশন টপিকের ওপরে পরীক্ষা দাও