৫.৫ ইউরিয়া, কাঁচ, সিরামিক, pulp পেপার সিমেন্ট উৎপাদন
কাগজ উৎপাদনে বিরঞ্জক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
পাল্পের বিরঞ্জন : বর্তমানে বাদামি সেলুলোজকে ক্লোরিন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, ওজোন ও হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ব্লিচিং করা হয়। এখন Cl এর ব্যবহার বর্জন করা হচ্ছে। এরূপে পাল্পকে বিরঞ্জিত ও ঘনীভূত করে, শুকিয়ে, শিট আকারে বান্ডিল করে কাগজের কারখানা ও রেয়ন শিল্পে ব্যবহার করা হয়। পাল্পের এ বান্ডেলকে শ্যাপ (Lap) বলে।)