১.২- গ্লাস সামগ্রী ব্যবহার এর নিরাপদ কৌশল
কাচের যন্ত্রপাতি কে ইথানল দিয়ে ধৌত করতে হয়, কারণ এর দ্বারা -
ইথানল বিভিন্ন জীবাণুকে মেরে ফেলতে কার্যকরী। পণ্য এবং এন্টিসেপটিক এজেন্ট পরিষ্কার করার একটি সাধারণ উপাদান।
0.10 molL-1 দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 molL-1 দ্রবণ তৈরিতে নিম্নের কোন সেটটি সবচেয়ে বেশি উপযুক্ত?
ল্যাবরেটরিতে কোন এসিডটিকে অন্য সব এসিড থেকে আলাদা রাখা হয় ?
Ca(OH)2 এর দ্রবণ চোখে পড়লে কি দিয়ে ধুতে হয়?
সাধারণ কাচের যন্ত্রপাতি পরিস্কার করার ক্ষেত্রে-
তরল ডিটারজেন্টকে ব্রাশ বা নরম কাপড়ে লাগিয়ে পরিষ্কার করে পানি দ্বারা ধুয়ে নিতে হবে
অতঃপর পাতিত পানি দ্বারা ধুয়ে নিতে হবে
সবশেষে গরম বায়ু বা ওভেনে শুদ্ধ করে নিতে হবে
নিচের কোনটি সঠিক?