ক্রিয়ার কাল
কাজ শেষ করার জন্য সে আদাজল খেয়ে লেগেছে-এখানে ক্রিয়া পদটির কাল হচ্ছে-
পুরাঘটিত বর্তমান : এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন:আমি বাজার থেকে এসেছি,তারা বাড়িতে ফিরেছে।
সাধারণ বর্তমান : যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন:সূর্য পূর্ব দিকে ওঠে,আমি বাজারে যাই।
নিত্যবৃত্ত বর্তমান: যে ক্রিয়ার কাজ বর্তমান কালে সাধারণভাবে ঘটে তাকে নিত্যবৃত্ত বর্তমান বলে ।যেমন: সকালে সূর্য উঠে ।
ঐতিহাসিক বর্তমান: ইতিহাসে লিপিবদ্ধ অতীতের ঘটনা যা ঐতিহাসিক বর্তমান হিসেবেই বিবেচ্য। যেমন: পলাশীর যুদ্ধ, ‘৭১ এর মুক্তিযুদ্ধ।