৪.৯ তড়িৎদাড় ও এর প্রকারভেদ

কার্বন তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের অম্লায়িত জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে নিম্নের কোনটি ঘটে?

  1. অ্যানোডের ভর হ্রাস পায় 
  2. ক্যাথোডের ভর বৃদ্ধি পায় 
  3. দ্রবণের বর্ণ হালকা হয়

কোনটি সঠিক?

কবীর স্যার

ক্যাথোড: Cu2+  + 2e      CuCu^{2+}\ \ +\ 2e^-\ \ \ \ \ \to\ Cu

তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কপার ধাতু জমা হবে এবং ক্যাথোড এর ভর বৃদ্ধি পাবে এবং দ্রবণ থেকে কপার ধাতুর ক্যাথোরে জমা হওয়ায় দ্রবণের বর্ণ হালকা হবে।

৪.৯ তড়িৎদাড় ও এর প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও