সবাত শ্বসন

কার্বন বিজারণের গতিপথের উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে দুই দলে ভাগ করা যায়। প্রথম দলের উদাহরণ হলো আম ও কাঁঠাল এবং দ্বিতীয় দলের উদাহরণ হলো ভূট্টা ও আখ।

দ্বিতীয় দলের উদ্ভিদে   CO2 C O_{2} - এর গ্রাহক কোনগুলো?

  1. ফসফোইনল পাইরুভিক এসিড

  2. রাইবুলোজ -৫-ফসফেট

  3. রাইবুলোজ-১,৫ বিসফসফেট

নিচের কোনটি সঠিক?

আজিবুর স্যার

ভূট্টা উদ্ভিদ নিয়ে গবেষণা করে ৪-কার্বনবিশিষ্ট ম্যালিক অ্যাসিড পান, অর্থাৎ গবেষণায় ব্যবহৃত “CO2 কোনো C3 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ করে না বরং C4 পদার্থ সৃষ্টিতে অংশগ্রহণ করেছে”। এটি ক্যালভিন চক্রের ব্যতিক্রম। পরবর্তীতে M.D. Hatch ও C.R. Slack নামক দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী ইক্ষু উদ্ভিদ নিয়ে আরো বিস্তারিত গবেষণা করে কার্বন বিজারণের এ ভিন্ন পথকে সুন্দরভাবে ব্যাখ্যা করেন (অর্থাৎ ইক্ষু উদ্ভিদেই পূর্ণাঙ্গভাবে এই গতিপথ প্রথম আবিষ্কৃত হয়), যা পরে Hatch & Slack গতিপথ বা C4 চক্র হিসেবে স্বীকৃতি পায়।

হ্যাচ ও স্ল্যাক চক্রে ২ ধরনের কার্বন গ্রহীতা বিদ্যমান যথা,

১) ফসফোইনল পাইরুভিক এসিড

২) রাইবুলজ ১,৫ বিসফসফেট

সবাত শ্বসন টপিকের ওপরে পরীক্ষা দাও