২.৫ বন্ধন বিভাজন, বিকারক, আলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন

কার্বানায়ন কোনটি?

কবীর স্যার

একক ঋনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকেই কার্বানায়ন বলে। যেমন-মিথাইল কার্বানায়ন -CH3_3

উৎপত্তিঃ ধরা যাক CH3_3-Z জৈব যৌগে C-Z বন্ধনের Z পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা C পরমাণু অপেক্ষা কম। ফলে শোয়রকৃত ইলেকট্রনকে কার্বন পরমাণু তার নিজের দিকে টেনে নেয় এবং বন্ধনের বিষম ভাঙ্গন ঘটে। একারণে, CH3_3- মূলকটির C পরমাণুতে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় এবং কার্বানায়ন উৎপন্ন হয়।

২.৫ বন্ধন বিভাজন, বিকারক, আলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন টপিকের ওপরে পরীক্ষা দাও