২.৫ বন্ধন বিভাজন, বিকারক, আলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন
কার্বানায়ন কোনটি?
একক ঋনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকেই কার্বানায়ন বলে। যেমন-মিথাইল কার্বানায়ন -CH।
উৎপত্তিঃ ধরা যাক CH-Z জৈব যৌগে C-Z বন্ধনের Z পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা C পরমাণু অপেক্ষা কম। ফলে শোয়রকৃত ইলেকট্রনকে কার্বন পরমাণু তার নিজের দিকে টেনে নেয় এবং বন্ধনের বিষম ভাঙ্গন ঘটে। একারণে, CH- মূলকটির C পরমাণুতে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় এবং কার্বানায়ন উৎপন্ন হয়।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই