যৌবনের গান
কার প্রকৃত নাম 'ভ্লাদিমির ইলিচ উইলিয়ানোফ'?
ভ্লাদিমির ইলিচ উইলিয়ানোফ (১৮৭০-১৯২৪) বিপ্লবী কাজে জড়িত থাকাকালে 'লেনিন' ছদ্মনাম নেন। তিনি রুশ বিপ্লবের সংগঠক, পরিকল্পক ও নেতা। তাঁর নেতৃত্বে ১৯১৭ সালে রুশ বিপ্লবের সাফল্যে জারের রাজতন্ত্রের পতন ঘটে এবং পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়। আমৃত্যু তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ব্যাংক ও সম্পত্তি জাতীয়করণ, দরিদ্র জনগণের মধ্যে ভূমি বণ্টন, গণশিক্ষার প্রসার, সমাজতান্ত্রিক অর্থনীতির মূল ভিত্তি রচনার মাধ্যমে তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্রের রূপকার হিসেবে বিশ্ববিখ্যাত হয়ে আছেন। তিনি ছিলেন প্রথম সফল মার্কসবাদী বিপ্লবী, মার্কসবাদী দর্শনের প্রথম কাতারের তাত্ত্বিক। তাঁর রচিত গ্রন্থাবলি ইতিহাস, দর্শন, অর্থনীতি ও সমাজতত্ত্ব সম্পর্কে তাঁর প্রগাঢ় জ্ঞান ও বিশ্লেষণ-শক্তির পরিচয়বহ হয়ে আছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রুশ বিপ্লবে জড়িত থাকাকালে লেনিন কোন নাম ব্যবহার করেন?
লেলিনের নেতৃত্বে জারের রাজতন্ত্রের পতন ঘটে কত সালে?
তরুণেরা কোনো বাধা মানে না। বারুদের মতো সহজেই তরুণপ্রাণে আগুন ধরে। বন্দুক, কারাগার, ফাঁসি- কোনোকিছুর ভয়েই তার প্রাণস্পন্দন স্তব্ধ হয় না। এদের মধ্যে গাম্ভীর্য, বিনয়, ধর্মময় বলতে কিছু নেই। মৃত্যুকে হাস্য- পরিহাসে তুচ্ছ করে ওরা এগিয়ে যায় নতুন সমাজ ও মুক্তজীবনের পথে। ওরা বুলেটের মতো তীব্র ও ক্ষুধার মতো সত্য।
উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধে ফুটে উঠেছে-
i. যৌবনের জয়গান
ii. নিভীকতা
iii. সাহসিকতা
নিচের কোনটি সঠিক?
কার নেতৃত্বে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয়?