২.৬ aromaticity ও হাকেল তত্ব, বেনজিন
কি ঘটে রাসায়নিক সমীকরণের সাহায্যে লিখ:
a) অ্যালুমিনিয়াম কে NaOH দ্রবণের সাথে উত্তপ্ত করা হলো।
b) শীতল এবং লঘু NaOH এর দ্রবণে ক্লোরিন চালানা করা হলো।
c)CHCl3 এর উপস্থিতিতে ফেনলের সাথে NaOH বিক্রিয়া করা হয়
d)H2O2 এর সাথে ওজোনের বিক্রিয়া করা হয়।
e) অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে প্রোপাইল আয়োডাইড ও বেনজিন বিক্রিয়া করা হয়।
(a) এলুমিনিয়ামকে NaOH দ্রবণের সাথে উত্তপ্ত করা হয়।
(b) শীতল এবং লঘু এর দ্রবণে ক্লোরিন চালনা করা হয়।
(c) এর উপস্থিতিতে ফেনলের সাথে বিক্রিয়া করা হয়।
(d) এর সাথে ওজোনের বিক্রিয়া করা হয়।
(e) অনার্দ্র এলুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে প্রোপাইল আয়োডাইড ও বেনজিন বিক্রিয়া করা হয়।
নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক?
নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো।
নিচের উক্তিগুলো লক্ষ্য কর :
অ্যানথ্রাসিন পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ
বেনজিন চক্রে কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.139 nm
অ্যারোমেটিক যৌগে (4n + 2) সংখ্যক π- ইলেকট্রন উপস্থিত; n = 1, 2, 3 ইত্যাদি
নিচের কোনটি সঠিক?
নিম্নলিখিত বিক্রিয়াগুলো পূর্ণ করঃ