ডেটাবেজ সর্টিং, ইনডেক্সিং,মডেল এবং বিভিন্ন প্রকার কী ফিল্ড
কি-ফিল্ডগুলো হলো-
i. প্রাইমারি কি ফিল্ড
ii. কম্পোজিট কি ফিল্ড
iii. ফরেন কি ফিল্ড
নিচের কোনটি সঠিক?
যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের ফিল্ডের ডেটা/তথ্যাবলি/রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয় তাকে কী বা কী-ফিল্ড বলা হয়। ডেটাবেজের কোন ঘটনা/অবস্থা বর্ণনা করার জন্য কী ফিল্ড ব্যবহৃত হয়। কী হচ্ছে একটি বিশেষ এট্রিবিউট যা দিয়ে কোন এনটিটির অন্য এক বা একাধিক এট্রিবিউটকে সহজেই শনাক্ত করা যায়। যেমন, যেকোন শ্রেণিকক্ষের ডেটাবেজ থেকে রোল নাম্বারের ভিত্তিতে তার অন্যান্য তথ্যাবলি খুঁজে বের করা যায়। কী হিসেবে এমন এক বা একাধিক এট্রিবিউটকে বিবেচনা করা হবে যা অন্যান্য এট্রিবিউটগুলোকে সনাক্ত করতে সক্ষম। কী- সমূহকে সাধারণত নিম্নোক্তভাবে ভাগ করা যায়। প্রাইমারি কী (Primary Key) কম্পোজিট প্রাইমারি কী (Composit Primary Key) 'ফরেন কী (Foreign Key)
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই