তাহারেই পড়ে মনে
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী'। এখানে 'মাঘের সন্ন্যাসী' কে?
কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।
কত সালে কবি সুফিয়া কামালের প্রথম স্বামী মৃত্যুবরণ করেন?
'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর কী?
রত্না এবং রতনের দাম্পত্য জীবন বেশ সুখে-শান্তিতেই কাটছিল। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের ন্যায় মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল রতন। কালের বিবর্তনে জীবন নামের একজন ভালো মানুষের সাথে রত্নার পুনরায় বিয়ে হলেও প্রথম স্বামীর স্মৃতি একমুহূর্তের জন্যেও ভুলতে পারেনি সে। কেননা, প্রথম স্বামী ছিল তার সকল কাজের সহযোগী ও প্রেরণাদাতা। প্রতি বসন্তে রত্না তাই প্রথম স্বামীর কথা বিশেষভাবে স্মরণ করে নীরবে কাঁদে। কারণ, তার ভালোবাসার মানুষটি বসন্তকালের পূর্বলগ্নেই তাকে ছেড়ে চির বিদায় নিয়েছে।
এসেছে তা ফাল্গুনী স্মরিয়া-কোন কবিতার লাইন?