সোনার তরী

কূল শব্দের অর্থ কোনটি?

গগনে গরজে মেঘ, ঘন বরষা।

কূলে একা বসে আছি, নাহি ভরসা ।

কূল শব্দটির অর্থ নদীর কিনারা। এখানে কবি ঘন বর্ষার দুর্যোগময় দিনে একা অনিশ্চিত ভাবে নদীর কিনারায় বসে আছেন এরুপ চিন্তা করা হয়েছে।

সোনার তরী টপিকের ওপরে পরীক্ষা দাও