সোনার তরী
কূল শব্দের অর্থ কোনটি?
ঢেউ
কিনারা
বংশ
স্রোত
গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা ।
কূল শব্দটির অর্থ নদীর কিনারা। এখানে কবি ঘন বর্ষার দুর্যোগময় দিনে একা অনিশ্চিত ভাবে নদীর কিনারায় বসে আছেন এরুপ চিন্তা করা হয়েছে।
মাঝিকে কোথায় তরী ভেড়ানোর কথা বলা হয়েছে?
মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?
'সোনার তরী’ কবিতায় কবির সৃষ্টিকর্মকে কী হিসেবে কল্পনা করা হয়েছে?
’সোনার তরী’ কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?