পুষ্পপত্রবিন্যাস,পুষ্পপুট,অমরাবিন্যাস ও ফল
কৃষ্ণচুড়ার এস্টিভেশন -
ইমব্রিকেট (Imbricate) : এক্ষেত্রে একটি বৃত্যংশের (বা পাপড়ির) দুই প্রান্তই আবৃত থাকে এবং অপর একটির দুই প্রান্তই অনাবৃত থাকে । যেমন- Delonix regia (কৃষ্ণচূড়া), Cassia sophera (কালকাসুন্দা) ফুলের এস্টিভেশন।
কুইনকানসিয়াল (Quincuncial) : যদি দুটি বৃত্যংশ (বা পাপড়ি) ভেতরে এবং দুটি বাইরে থাকে তবে তাকে
কুইনকানসিয়াল এস্টিভেশন বলে। Psidium guajava (পেয়ারা), Brassica napus (সরিষা) ফুলের এস্টিভেশন।