কৌনিক ভরবেগ এবং গতিশক্তি ও ভরবেগের সংরক্ষণশীলতা
কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে একটি বৃত্তাকার ফ্লাই হুইলের জড়তার ভ্রামক 3.8 kgm এবং এর কৌণিক দ্রুতি 2 । হুইলটির কৌণিক দ্রুতি 6 টি ঘূর্ণনের মাধ্যমে 2 থেকে 5 পর্যন্ত বৃদ্ধি করতে 42 Nm মানের ধ্রুব টর্ক প্রয়োজন হয় ।
কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
4 kg ভরের একটি বস্তুকে 0.3 m দীর্ঘ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের একপ্রান্তে বেধে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। ঘুরানোর সময় তারের দৈর্ঘ্য 0.0004% বৃদ্ধি পায়।
40 kg ভরের ভারি চাকার জড়তার ভ্রামক 4000 kgm²। চাকাটি মিনিটে 100 বার আবর্তন করে। জনাব রহমান চাকাটিকে 2 মিনিটে থামানোর জন্য 300 Nm প্রতিবন্ধক টর্ক প্রয়োগ করল।
মাইলস্টোন কলেজের বার্ষিক সাইকেল রেস প্রতিযোগিতায় আবিরের ব্যবহৃত সাইকেলের চাকাটি মিনিটে 180 বার আবর্তন করছে। আবিরের ধারনা চাকার ঘূর্ণন গতিশক্তি
300 J তৈরি করতে পারলে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। চাকাটির ভর 5 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 50 cm।