কেপলারের সূত্র
কেপলারের পর্যায়কালের সূত্র —
কেপলারের পর্যায়কালের সূত্র: প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক।
একই কক্ষপথে আবর্তনরত দুটি গ্রহের একটির ভর অন্যটির দ্বিগুণ হলে ভারি গ্রহের আবর্তনকাল অন্যটির -
নিচের বিবৃতিগুলো লক্ষ কর-
দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের মধ্যাকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
মুক্তভাবে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য-
গ্রহের পর্যায়কাল T এবং সূর্য হতে গ্রহের গড় দূরত্ব r হলে কেপলারের তৃতীয় সূত্রানুসারে -