আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও জাতিসংঘ
কেয়ার (CARE) কোন দেশভিত্তিক সংস্থা?
কেয়ার (CARE) মূলত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা।
এর পুরো নাম Cooperative for American Remittance to Europe, যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে ত্রাণ পাঠানোর উদ্দেশ্যে ২২টি আমেরিকান সংস্থার সমন্বয়ে গঠিত হয়েছিল। যদিও এর নামকরণ "আমেরিকান" শব্দটিকে ধরে রেখেছে, বর্তমানে CARE একটি আন্তর্জাতিক সংস্থায় পরিণত হয়েছে যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এবং এর কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত।