ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন প্রকারভেদ ও গুরুত্ব

কে প্রথম তামাক গাছ থেকে TMV কেলাসিত করেন?

JGCC 23

সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হল টোবাকো মোজাইক ভাইরাস বা তামাক গাছের মোজাইক ভাইরাস। Mayer সর্বপ্রথম তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক হিসেবে চিহ্নিত করেন। ১৯৪৬ সালে Dr W. M. Stanley একে পৃথক করে কেলাসিত করেন।

ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন প্রকারভেদ ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও