প্লাস্টিড ও নিউক্লিয়াস
কে প্রথম নিউক্লিয়াসে ক্রোমোসোম প্রত্যক্ষ করেন?
W. Flemming
E. Strasburger
Johansen
None
Karl Nageli প্রথম উদ্ভিদকোষের নিউক্লিয়াসে ক্রোমোসোম প্রত্যক্ষ করেন।Strasburger কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু গঠন লক্ষ্য করেন।W.Flemming মাইটোসিস কোষ বিভাজন আবিষ্কার করেন।
RNP কোথায় পাওয়া যায়?
A = যে অঙ্গাণু খাদ্যশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে B = যে অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়
জীববিজ্ঞান ক্লাসে সাবা কোষীয় অঙ্গাণু পড়ার সময় দুটি অঙ্গাণু সম্পর্কে জানালো। একটিকে কোষের রান্নাঘর বলে এবং অপরটিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে।