প্রকৃতি ও প্রত্যয়
কোনটিতে বাংলা কৃৎপ্রত্যয়ের উদাহরণ রয়েছে?
'শহুরে' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
(ক) যেকোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো:
মেয়ে, জয়, ভাগ্নে, লিখিত, ভাবুক, দারোয়ান, বাগিচা, কর্তা।
অথবা,
(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি)
সলিলসমাধি, গ্রন্থকার, আকণ্ঠ, প্রবাদ, উত্তরোত্তর, নবরত্ন, শতাব্দী, বিষাদসিন্ধু।
যেকোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো:
সৌন্দর্য, বাদলা, মোড়ক, বার্ষিক, কাঠুরে, দেশী, বহতা, রান্না।
অথবা,
(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):
আমরণ, নদীমাতৃক, সাতসতের, ভবনদী, রাজহংস, কাজলকালো, পকেটমার, সপ্তর্ষি।
‘সৃষ্টি' এর প্রকৃতি ও প্রত্যয়