ICT
কোনটির মাধ্যমে কোডিং এর কাজসমূহ সম্পাদন করা হয়?
কোডিং ও ডেটাবেজ হ্যান্ডেলিংয়ের কাজটি ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ ইতঃপূর্বে করা ডিজাইনের উপর এখানে কোড লিখে কাজ করা হয়ে থাকে। এক্ষেত্রে স্লাইসিং এর মাধ্যমে প্রাপ্ত ফাইলটিকে ভিত্তি করে বাকি কাজ করা হয়। এ কাজে ড্রিমওয়েভার একটি জনপ্রিয় সফটওয়্যার। বহু ওয়েব ডিজাইনারই এ সফটওয়্যারটি ব্যবহার
করে থাকেন। এর মাধ্যমে HTML, HTML5, XHTML, CSS, JavaScript, HTML DOM, DHTML, VBScript, PHP, ASP.NET, ASP, ADO, AJAX, jQuery, E4X, XML ইত্যাদির মাধ্যমে কোডিংয়ের কাজগুলো করা যায়। এছাড়া MySQL, SQL Server ইত্যাদির মাধ্যমে ডেটাবেজ হ্যান্ডেলিং করা যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই