তথ্য প্রযুক্তি,গণমাধ্যম ও পত্র-পত্রিকা

কোনটি অনলাইন শিক্ষণ-শিখন প্লাটফর্ম নয়?

DU D 20-21

গুগল পিক্সেল(ইংরেজি: Google Pixel) গুগলের ইলেকট্রনিক পণ্যের একটি সিরিজ যেগুলো ক্রোম ওএস বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। পিক্সেল ব্র‍্যান্ড সর্বপ্রথম ২০১৩ সালে প্রথম প্রজন্মের ক্রোমবুক পিক্সেলের সাথে উন্মুক্ত করা হয়। বাকি গুলো অনলাইন শিক্ষণ-শিখন প্লাটফর্ম।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য-

• গুগল ক্লাসরুম - শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গুগলের তৈরি প্ল্যাটফর্ম।

• গুগল পিক্সেল - ক্রোম অপারেটিং সিস্টেমে চালিত গুগলের ইলেকট্রনিক পণ্যের একটি সিরিজ।

• জুম - গ্রুপ ভিডিও কলিং বা মিটিং এর জন্য ব্যবহৃত এ্যাপ।

• গুগল মিট - গ্রুপ ভিডিও কলিং এর জন্য তৈরি গুগলের একটি এ্যাপ।

• প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে গুগল পিক্সেল ছাড়া অন্য তিনটি প্ল্যাটফর্ম অনলাইন শিক্ষণ-শিখনে ব্যবহৃত হয়।

তথ্য প্রযুক্তি,গণমাধ্যম ও পত্র-পত্রিকা টপিকের ওপরে পরীক্ষা দাও