১.১৫ CFC গ্যাস ও ওজন স্তর, অ্যাসিড বৃষ্টি ও প্রতিকার
কোনটি এসিড বৃষ্টির pH এর মান?
এসিড বৃষ্টি : বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে pH এর মান 5.6 এর কম হলেই ঐ অধঃক্ষেপণকে এসিড বৃষ্টি বলে। এসিড বৃষ্টির কারণ হচ্ছে মনুষ্যসৃষ্ট বায়ু দূষণ ক্রিয়া। সাধারণত কলকারখানা অঞ্চলের এসিড বৃষ্টির পানির pH এর মান 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকে। এর মূলে তিনটি এসিডের ( এর) ভূমিকা রয়েছে; যা প্রাইমারি বায়ুদূষক গ্যাস ও নাইট্রোজেন অক্সাইডসমূহ (NOx) হতে উৎপন্ন হয়।
A | B |
এসিড বৃষ্টি | গ্রীণ হাউজ প্রভাব |
নিচের কোনটি এসিড বৃষ্টির জন্য দায়ী?
দূষণ প্রতিরোধ করতে, শিল্পে ব্যবহূত হয়-
i. তরল বর্জ্য হতে ধাতব আয়ন দূরীকরণ ETP ব্যবহৃত হয়
ii. FGD প্লান্টের মাধ্যমে বর্জ্য গ্যাস হতে অম্লধর্মী গ্যাস মুক্ত করা হয় দূষককে
iii. জ্বালানি রূপান্তরের মাধ্যমে পরিবর্তিত করা প্রভাবকীয় হয়
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?