১.১৫ CFC গ্যাস ও ওজন স্তর, অ্যাসিড বৃষ্টি ও প্রতিকার

কোনটি এসিড বৃষ্টির pH এর মান?

গুহ স্যার,RUMC 24

এসিড বৃষ্টি : বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে pH এর মান 5.6 এর কম হলেই ঐ অধঃক্ষেপণকে এসিড বৃষ্টি বলে। এসিড বৃষ্টির কারণ হচ্ছে মনুষ্যসৃষ্ট বায়ু দূষণ ক্রিয়া। সাধারণত কলকারখানা অঞ্চলের এসিড বৃষ্টির পানির pH এর মান 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকে। এর মূলে তিনটি এসিডের (H2SO3,H2SO4,HNO3H_2SO_3,H_2SO_4,HNO_3 এর) ভূমিকা রয়েছে; যা প্রাইমারি বায়ুদূষক SO2SO_2 গ্যাস ও নাইট্রোজেন অক্সাইডসমূহ (NOx) হতে উৎপন্ন হয়।

১.১৫ CFC গ্যাস ও ওজন স্তর, অ্যাসিড বৃষ্টি ও প্রতিকার টপিকের ওপরে পরীক্ষা দাও