ছত্রাকের বৈশিষ্ট্য, গঠন, প্রজনন ও গুরুত্ব
কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয়?
ছত্রাকের বৈশিষ্ট্য:
১। ছত্রাকক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ।
২। এরা মৃতজীৰী (saprophytic), পরজীবী (parasitic) বা মিথোজীবী হিসেবে বাস করে।
৩। এরা সুকেন্দ্রিক অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান।
৪ । ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন (এক প্রকার জটিল পলিস্যাকারাইড) নির্মিত।
৫। ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত 'গ্লাইকোজেন (glycogen), তৈলবিন্দু), কখনো কখনো কিছু পরিমাণ ভলিউটিন ও চর্বি থাকতে পারে।
৬ । ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই।
৭। ছত্রাকের জননাঙ্গ এককোষী (unicellular)।
৮। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না।
৯। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়।
১০। জাইগোট-এ মায়োসিস বিভাজন ঘটে, তাই থ্যালাস হ্যাপ্লয়েড (n)।
১১। অধিকাংশ ছত্রাক সদস্যই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে।
১২। এদের রয়েছে তীব্র অভিযোজন ক্ষমতা (কতক 5°C নিম্নতাপমাত্রায় এবং কতক 50°C এর উপর তাপমাত্রায় জন্মাতে পারে)।
১৩। ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ 1
১৪। এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিম্নশ্রেণির ছত্রাকের কোষ প্রাচীরে-
সেলুলোজ যুক্ত থাকে
সেলুলোজের সাথে কাইটিন যুক্ত থাকে
কাইটিনের সাথে প্রোটিনযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
বাডিং-এর সময় ছত্রাকের মাতৃকোষের নিউক্লিয়াসটি কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়?
মাইসেলিয়ামের প্রতিটি শাখাকে কী বলে?
পরিবেশ সংরক্ষণে ছত্রাক-
মৃত জীবদেহের পচন ঘটায়
জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরী করে
জৈব নিয়ন্ত্রক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?