টেরিডোফাইটা এবং Pteris এর আবাস, গঠন ও জনুক্রম
কোনটি ডিপ্লয়েড জীব?
Pteris উদ্ভিদের জীবন চক্র ও জনুক্রম
কোনো জীবের জীবন চক্র সম্পন্ন করার জন্য পর্যায়ক্রমে ডিপ্লয়েড (2n) বা স্পোরোফাইট এবং হ্যাপ্লয়েড (n) বা গ্যামিটোফাইট জনুর আবির্ভাবকে জনুক্রম বলে।Pteris উদ্ভিদের জীবন চক্রে সুস্পষ্টভাবে দুটি জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। একটি হলো স্পোরোফাইটিক জনু এবং অপরটি হলো গ্যামিটোফাইটিক জনু।