৩.৩ পর্যায়বৃত্ত ধর্ম
কোনটি ধাতুর ধর্ম নয়?
ধাতব ধর্ম-যে সকল মৌল চকচক করে, আঘাত করলে শব্দ হয় তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিজারকরূপে ক্রিয়া করে তাদেরকে ধাতু বলে। আবার যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম (Metallic Properties) বলে।
যে মৌলের পরমাণু যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি হবে। পর্যায় সারণিতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দ্বিতীয় পর্যায়ের পরপর তিনটি মৌল প্রত্যেকে হাইড্রোজেনের সাথে একই সংকরণের মাধ্যমে হাইড্রাইড গঠন করে।
কোন আয়নটি আকারে বড়?
X এর ইলেকট্রন কাঠামো .... 3s1 এবং Y এর ইলেকট্রন কাঠামো ....3pz1 হলে কোনটি সঠিক?
১ম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে Mg > X
আয়নের ব্যাসার্ধের ক্ষেত্রে O2- > Y-
সমযোজী প্রকৃতির ক্ষেত্রে XY < AlY3
নিচের কোনটি সঠিক?
মৌল | যোজ্যতাস্তরের ইলেকট্রন বিন্যাস |
|---|---|
A | |
B | |
C | |
এখানে n= 3 |