জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি ও গুরুত্ব
কোনটি বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় উদ্যান?
জাতীয় উদ্যান (National Park) : ন্যাশনাল পার্ক বলতে বোঝায় প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত তুলনামূলকভাবে বৃহৎ অঞ্চল যেখানে বন্যজীব (উদ্ভিদ ও প্রাণী) সুরক্ষিত থাকবে। গবেষণা ও বিনোদনের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ন্যাশনাল পার্কে প্রবেশ করা যায়। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক হলো—
১.রামসাগর (সবচেয়ে ছোট)- দিনাজপুর
২.হিমছড়ি (সর্বপ্রথম)- কক্সবাজার
৩.নিঝুমদ্বীপ (সবচেয়ে বড়)- নোয়াখালী
নিচের কোনটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ?
'ছয় কুড়ি বিল নয় কুড়ি কান্দা' কোন জেলায় অবস্থিত?
নিয়াজের বাড়ি উপকূলীয় অঞ্চলে।সমুদ্রের কাছাকাছি এলাকায় প্রচুর পরিমাণ উঁচু বৃক্ষ রোপণ অভিযান দেখে এর কারণ জানতে চাওয়ায় তার বাবা বললেন বায়ু প্রবাহ রোধ করার জন্য বৃক্ষ রোপণ করা হচ্ছে।
যে ভূ-খন্ডের উপর উক্ত বৃক্ষ রোপণ করা হয় তাকে কি বলে ?
শিক্ষা সফরে শিক্ষার্থীরা চিড়িয়াখানার মতো পর্যটক আকৃষ্টকারী এমন একটি এলাকায় গেলেন যেখানে পর্যটকরা সুরক্ষিত যানবাহনে চড়ে উন্মুক্ত চারণকারী বন্যপ্রাণী পর্যবেক্ষণ করেন।
উদ্দীপকের সংশ্লিষ্ট এলাকা কোনটি?