লিপিড
কোনটি মানুষের করোনারি থ্রম্বোসিস সৃষ্টি করে?
কোলেস্টেরল দু’প্রকার। যথা—
ক. লো-ডেনসিটি লিপোপ্রোটিন (LDL): মানুষের রক্তে LDL এর মাত্রা কম (<100 mg/dl) থাকা ভালো ।
খ. হাই-ডেনসিটি লিপোপ্রোটিন (HDL): মানুষের রক্তে HDL এর মাত্রা বেশি (40 < mg/dl) থাকা ভালো। পুরুষের তুলনায় মহিলাদের রক্তে HDL বেশি থাকে। তাই মহিলাদের হৃদরোগ অপেক্ষাকৃত কম হয়।
মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হলো ০.১৫ – ১.২০%। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে তা রক্তনালির গাত্রে জমা হয়ে রক্তনালির পথকে সরু করে দেয়। ফলে শরীরে রক্তচাপ বাড়ে এবং রক্ত সরবরাহ কমে যায় । এর ফলে করোনারি থ্রম্বোসিস নামক হৃদরোগ হয়।