হাইড্রার চলন ও জনন পদ্ধতি এবং হাইড্রার মিথোজীবিতা
কোনটি মিথোজীবি প্রজাতি?
Hydra viridissima (=Chlorohydra viridissima) নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক এককোষী সবুজ শৈবালের মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট দেখা যায়।
Zoochlorella বা সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বাস করে ।
হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এ শৈবালের অন্তঃস্থ উপস্থিতি এ হাইড্রাকে সবুজ বর্ণ দান করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
লুপিং–
একবার চলন সম্পন্ন হতে দু'বার লুপ গঠিত হয়
পাদচাকতি সর্বদা নিচের দিকে থাকে
চলনের গতি অপেক্ষাকৃত মন্থর
নিচের কোনটি সঠিক?
একটি দ্বিস্তরী প্রাণীর বহিঃত্বকে এক ধরনের কোষ রয়েছে। এটি প্রশ্নটিকে শিকার, আশ্রয় এবং চলনে সাহায্য করে। একটি সবুজ শৈবালও এর গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। এই সহাবস্থানের ফলে উভয়ই উপকৃত হয়।
Hydra
-র গ্যাস্ট্রুলা দশার কেন্দ্রের গহব্বরের নাম কি?
B দ্বারা কোন ধরনের চলনের কথা বলা হয়েছে?