রক্ত ও রক্ত কণিকা

কোনটি রক্ত নালির সংকোচন ঘটিয়ে রক্ত প্রবাহে বাধা দেয়?

আলীম স্যার

সেরোটোনিন রক্ত নালির সংকোচন ঘটিয়ে রক্ত প্রবাহে বাধা দেয়।সেরোটোনিন এক ধরনের নিউরোট্রান্সমিটার। এটি অণুচক্রিকা থেকে ক্ষরিত হয়ে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। ফুসফুসীয় টিস্যু সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে।

রক্ত ও রক্ত কণিকা টপিকের ওপরে পরীক্ষা দাও