সহজাত আচরন(ইনসটিংক্টস)
★কোনটি সহজাত আচরণ নয়?
সহজাত আচরণের উদাহরণ:
শীতের পাখির মাইগ্রেশন ।
মাকড়সার জাল বোনা ।
• অপত্যের প্রতি স্নেহ (মাছ, ব্যাঙ, পাখি)
পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ —
i.সহজাত আচরণ
ii.শিখন আচরণ
iii.সামাজিক আচরণ
নিচের কোনটি সঠিক?
★উদ্দীপকের আলোকে 'B' প্রাণীটির আচরণ কোন ধরনের?
নিচের কোনটি শিখন আচরণ?
শীতকালে সাইবেরিয়া থেকে অনেক পাখি অভিপ্রয়াণ ঘটিয়ে আমাদের দেশের বিভিন্ন জলাভূমিতে আসে।আবার মাকড়সাও নির্দিষ্ট রীতিতে সুন্দর করে জাল বুনে।
★উদ্দীপকে প্রাণী দুটি কিরূপ আচরণ প্রদর্শন করে?