৩.৭ অরবিটাল এর অধিক্রমন
কোনটি সিগমা (σ) বন্ধনের বৈশিষ্ট্য?
দুটি একই বা ভিন্ন পরমাণুর দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর মুখোমুখি অধিক্রমণের ফলে আণবিক অরবিটাল সৃষ্টির মাধ্যমে যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে।
সিগমা বন্ধনের বৈশিষ্ট্য (Characteristics of Sigma Bond):
-বিশুদ্ধ বা হাইব্রিডকৃত অরবিটালের সরাসরি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠিত হয়।
-সিগমা বন্ধন নির্দিষ্ট দিকে প্রসারিত থাকে।
-সিগমা বন্ধন গঠনকারী অরবিটালদ্বয়ের অক্ষ একই সরলরেখায় থাকে।
-বন্ধনের দিক ও আন্ত:নিউক্লিয়ার দূরত্ব উভয়ই সিগমা বন্ধন দ্বারা নির্ণীত হয়।
-সিগমা বন্ধন সৃষ্টির সময় অরবিটালদ্বয় একই অক্ষ বরাবর থাকায় অধিক্রমণ এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে। ফলে সিগমা বন্ধন দৃঢ় ও স্থায়ী হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই