১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি

কোনটি সেকেন্ডারি স্ট‍্যান্ডার্ড পদার্থ?

হাজারী এবং নাগ স্যার

প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ : যে সব শুষ্ক রাসায়নিক পদার্থ (১) বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, (২) বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা, O2 \mathrm{O}_{2} সহ বিক্রিয়া করে না, (৩) ওজন নেয়ার সময় রাসায়নিক নিক্তিকে ক্ষয় করে না এবং (৪) তাদের প্রস্তুত দ্রবণ দীর্ঘকাল ঘনমাত্রায় অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন- অনার্দ্র Na2CO3 \mathrm{Na}_{2} \mathrm{CO}_{3} , কেলাসিত অক্সালিক এসিড (H2C2O42H2O) \left(\mathrm{H}_{2} \mathrm{C}_{2} \mathrm{O}_{4} \cdot 2 \mathrm{H}_{2} \mathrm{O}\right) , পটাসিয়াম ডাইক্রোমেট (K2Cr2O7) \left(\mathrm{K}_{2} \mathrm{Cr}_{2} \mathrm{O}_{7}\right) জারক, (৫) কেলাসিত সোডিয়াম অক্সালেট (Na2C2O42H2O) \left(\mathrm{Na}_{2} \mathrm{C}_{2} \mathrm{O}_{4} \cdot 2 \mathrm{H}_{2} \mathrm{O}\right) বিজারক পদার্থ ইত্যাদি।

সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ : যে সব পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ৪টি বৈশিষ্ট্যের যেমন- (১) বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা, (২) বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকা, (৩) ওজন নেয়ার সময় রাসায়নিক নিক্তির ক্ষতি না করা এবং (৪) প্রস্তুত করা দ্রবণ দীর্ঘদিন অপরিবর্তিত থাকা ইত্যাদির কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্য থাকে না, তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে । যেমন, (১) কস্টিক সোডা (NaOH) ক্ষার, (২) সালফিউরিক এসিড (H2SO4H_2SO_4), (৩) পটাসিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4KMnO_4) জারক পদার্থ, (৪) সোডিয়াম থয়োসালফেট পেন্টাহাইড্রেট (Na2S2O3.5H2ONa_2S_2O_3.5H_2O) বিজারক পদার্থ ইত্যাদি সেকেন্ডারি পদার্থ।

টেকনিক: যেসব যৌগের আনবিক সংকেতে C বিদ্যমান তারা প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ। যেখানেঃ CI ব্যতীক্রম

১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি টপিকের ওপরে পরীক্ষা দাও