আপেক্ষিক আদ্রতা ওঁ শিশিরাংক , হাইগ্রোমিটার
কোনো একদিন কুয়াকাটায় একটি আর্দ্রতামাপক যন্ত্রে আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ পাওয়া গেল যথাক্রমে 25°C ও 28°C। এখানে আপেক্ষিক আর্দ্রতা 70% এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয়। 22°C, 24°C ও 28°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 19.83×m পারদ চাপ, 22.38×m পারদ চাপ ও 28-35×m পারদ চাপ। 28°C তাপমাত্রায় গ্রেইসারের উৎপাদক 1.67.