সরল দোলন গতি

কোনো কণার স্পন্দন গতির সমীকরণ x=10 sin (6πt +2π)। কণাটির কম্পাংক কত?

ইস্‌হাক স্যার

x=Asin (wt + δ\delta) এর সাথে তুলনা করে পাই, w = 6π\pi

কম্পাঙ্ক, f=ω2π=6π2π=3Hz f=\frac{\omega}{2 \pi}=\frac{6 \pi}{2 \pi}=3 H z

সরল দোলন গতি টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

উদ্দীপকের সরল দোলকটির সুতার দৈর্ঘ্য 2.35 m 2.35 \mathrm{~m} । দোলকপিণ্ডের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 250 g 250 \mathrm{~g} এবং 0.15 m 0.15 \mathrm{~m} । তাছাড়া PB=50 cm \mathrm{PB}=50 \mathrm{~cm} এবং QC=75 \mathrm{QC}=75 cm \mathrm{cm} । অভিকর্ষজ ত্বরণ 9.81 ms2 9.81 \mathrm{~ms}^{-2}

পৃথিবীর পৃষ্ঠে একটি সরলদোলকের সুতার দৈর্ঘ্য 80 cm 80 \mathrm{~cm} এবং ববের ব্যাস 4 cm 4 \mathrm{~cm} । সরলদোলকটি 100 m 100 \mathrm{~m} বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে। পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m 6.4 \times 10^{6} \mathrm{~m} এবং g=9.8 ms2 \mathrm{g}=9.8 \mathrm{~ms}^{-2}

চিত্রে একটি সরল দোলকের সাম্যাবস্থান সাপেক্ষে দোলনের বিভিন্ন পর্যায় দেখানো হলো, এখানে OA1m, CM = 30 cm এবং ববের ভর 250 g l

ভূপৃষ্ঠে অবস্থিত একটি সরল দোলকের সূতার দৈর্ঘ্য 99 cm এবং ববের ব্যাস 0.6 cm। সরলদোলকটিকে মঙ্গলগ্রহে নিয়ে যাওয়া হল। মঙ্গলগ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ।