পদার্থের আন্তঃআনবিক বল
কোনো তারকে কেটে সমান তিন টুকরা করা হলো, এতে তারের অসহভারের মান কত হবে?
অসহ বল হলো সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় কোন বস্তু ছিড়ে বা ভেঙে যায়
এটি বস্তুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না বরং অসহ পীড়ন ও ক্ষেত্রফলের উপর নির্ভর করে।
অসহ বল = অসহ পীড়ন x ক্ষেত্রফল।
কোনো নির্দিষ্ট বস্তুর জন্য অসহ পীড়ন নির্দিষ্ট
সুতরাং, ক্ষেত্রফল পরিবর্তিত হলে একই বস্তুর অসহ বলও পরিবর্তিত হবে কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন হলেও অসহ বল অপরিবর্তিত থাকবে।