পদার্থের আন্তঃআনবিক বল
কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয়?
আন্তঃআণবিক শক্তি হল আকর্ষণ বা বিকর্ষণ শক্তি যা প্রতিবেশী কণার (পরমাণু, অণু বা আয়ন) মধ্যে কাজ করে। অণুতে পরমাণুর মধ্যে সমযোজী বা আয়নিক বন্ধনের মতো আন্তঃআণবিক শক্তির তুলনায় এই বলগুলি দুর্বল। কঠিন পদার্থে আকর্ষণের আন্তঃআণবিক/আন্তঃপরমাণু বল সর্বাধিক।