প্রস্বেদন, পত্ররন্ধ্রের গঠন বর্ণনা ও পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়ার কৌশল এবং পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া

কোন উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা ও দিনের বেলা বন্ধ থাকে?

আজিবুর স্যার

অধিকাংশ উদ্ভিদে পত্ররন্ধ্র দিনে খোলা ও রাতে বন্ধ থাকে। একই অবস্থায় থাকলেও অনেক উদ্ভিদে পর্যায়ক্রমিক ও ছন্দমাফিক পত্ররন্ধ খোলা-বন্ধ প্রক্রিয়া চলতে থাকে। কতিপয় মরুজ উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা ও দিনে বন্ধ থাকে। উদ্ভিদে শোষণ অপেক্ষা প্রস্বেদন বেশি হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এ থেকে দেখা যায়, পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ্র বন্ধ ও গ্যাস বিনিময়ের জন্য খোলা রাখার প্রয়োজন পড়ে।

প্রস্বেদন, পত্ররন্ধ্রের গঠন বর্ণনা ও পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়ার কৌশল এবং পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও