প্রস্বেদন, পত্ররন্ধ্রের গঠন বর্ণনা ও পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়ার কৌশল এবং পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া
কোন উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা ও দিনের বেলা বন্ধ থাকে?
অধিকাংশ উদ্ভিদে পত্ররন্ধ্র দিনে খোলা ও রাতে বন্ধ থাকে। একই অবস্থায় থাকলেও অনেক উদ্ভিদে পর্যায়ক্রমিক ও ছন্দমাফিক পত্ররন্ধ খোলা-বন্ধ প্রক্রিয়া চলতে থাকে। কতিপয় মরুজ উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা ও দিনে বন্ধ থাকে। উদ্ভিদে শোষণ অপেক্ষা প্রস্বেদন বেশি হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এ থেকে দেখা যায়, পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ্র বন্ধ ও গ্যাস বিনিময়ের জন্য খোলা রাখার প্রয়োজন পড়ে।
উদ্ভিদের পাতায় অবস্থিত একটি রন্ধ্রের মাধ্যমে পানি তরলাকারে নির্গত হলেও অন্য আরেকটি রন্ধ্রের মাধ্যমে পানি বাষ্পাকারে নির্গত হয় এবং রন্ধ্রটির খোলা ও বন্ধ হওয়া রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হয়-
রাশেদ কচু গাছের পাতার কিনারায় পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করল। তিনি বললেন ইহা এক ধরনের রন্ধ্রের কাজ। এরকম আরও এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব ও নিম্নতকে থাকে।