ক্রোসিং ওভার
কোন উপধাপে ক্রসিংওভার ঘটে?
মাইয়োসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিন সমূহের মূল বিন্যাস পরিবর্তন হয় । থমাস হ্যান্ট মর্গান সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন।