প্রস্বেদন, পত্ররন্ধ্রের গঠন বর্ণনা ও পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়ার কৌশল এবং পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া
কোন ক্ষেত্রে প্রস্বেদন হার বেশি হয়? যদি –
আবহমণ্ডলের চাপ আবহমণ্ডলে চাপ কমার কারণে কম তাপে পানি বাষ্পে পরিণত হয় ফলে চাপ কমলে প্রস্বেদনের হার বেড়ে যায়। অনুরূপভাবে চাপ বাড়লে প্রস্বেদনের হার কমে যায়।
উদ্ভিদের পাতায় অবস্থিত একটি রন্ধ্রের মাধ্যমে পানি তরলাকারে নির্গত হলেও অন্য আরেকটি রন্ধ্রের মাধ্যমে পানি বাষ্পাকারে নির্গত হয় এবং রন্ধ্রটির খোলা ও বন্ধ হওয়া রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হয়-
রাশেদ কচু গাছের পাতার কিনারায় পানির উপস্থিতি দেখে শিক্ষককে প্রশ্ন করল। তিনি বললেন ইহা এক ধরনের রন্ধ্রের কাজ। এরকম আরও এক ধরনের রন্ধ্র আছে যা পাতার ঊর্ধ্ব ও নিম্নতকে থাকে।